Take a fresh look at your lifestyle.

রাজধানীতে এবার নারী পকেটমার

0

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে এবার নারী পকেটমারের সন্ধান পেলো ডিবি পুলিশ। স্কুল কলেজের সামনে, শপিং মলে বাচ্চা কোলে নিয়ে এরা ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই নারীদের ব্যাগ থেকে তুলে নেয় মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস। এ চক্রের ৯ নারী সদস্যসহ চোরাই পণ্য ক্রয় করা ৭ মহাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কখনো বোরকা পরা পর্দাশীল নারী, আবার কখনও বাচ্চা কোলে স্নেহময়ী মা। মায়ের পরিচয়ে মুহূর্তেই ঢুকে যায় শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল কিংবা হাসপাতালে। চোখের পলকে পকেট বা ব্যাগ কেটে চুরি করে নগদ টাকা, মোবাইল এবং স্বর্ণালংকার। এসব চোরাই পণ্য কিনে নিতে রয়েছে সিন্ডিকেট মহাজন। আইফোন বিক্রি হয় ৬ থেকে ৭ হাজার টাকায়।

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের ৯ জন মহিলা পকেটমার এবং তাদের ৭ জনকে গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগ। মোবাইল হারিয়ে গেলে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান ডিবি পুলিশের।

Leave A Reply

Your email address will not be published.