নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা এবং একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞাপ্তিতে তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার ভোরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে আনুমানিক দেড় কিলোমিটার উত্তর-পূর্ব দিকে আশিকানি নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করে বিজিবি। তবে এসময় বিজিবি টহল দলের অস্তিত্ব টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।