কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে কথিত পাঁচ
সাংবাদিককে আটকের পর প্রতারণার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে
প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে
১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সাদা রঙের একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-গ-
১৪-৬৮৫২) করে কথিত পাঁচ সাংবাদিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর
কার্যালয়ে আসেন। পরে তারা বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিক পরিচয়ে
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার সাথে
দেখা করে গাড়ীর তেল খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবি করেন। কথিত
সাংবাদিকদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয়
গণমাধ্যমকর্মী ও মিডিয়া হাউজগুলোর সাথে কথা বলে তাদের প্রতারণার বিষয়টি
ধরা পড়ে। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ সনের ২৯১
ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা
অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন।
আটককৃতরা হলো, সাপ্তাহিক এশিয়া বার্তার সাব এডিটর পরিচয়দানকারী
নেত্রকোনা জেলার সদর এলাকার নিউ টাউন গ্রামের মজিবুর রহমানের পুত্র মোঃ
মনিরুজ্জামান (৫৪), দৈনিক আজকের আলোকিত সকালের ক্রাইম রিপোর্টার
পরিচয়দানকারী গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার করমতলা গ্রামের বাহার
আলী দেওয়ানের পুত্র মাজহারুল ইসলাম অনিক (২৪), একই পত্রিকার রিপোর্টার
পরিচয়দানকারী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফকরুল
ইসলামের কন্যা মোছাঃ রোজিনা আক্তার (১৯), গাজীপুর মহানগরের টঙ্গি পূর্ব
থানার এরশাদ নগর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র কামরুজ্জামান রানা (২৪) ও
আরিচপুর শেরে বাংলা রোডের বাচ্চু মিয়ার পুত্র সরকার নাইমুল ইসলাম সেলিম
(৩৪)।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা
নাদিয়া জানান, বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিক পরিচয়ে যারা এ ধরনের
কর্মকান্ড করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান জানান, আটককৃতদের
কাছ থেকে একটি নোহা গাড়ী, দুইটি ভিডিও ক্যামেরা, সাতটি মোবাইল
ফোন ও পাঁচটি আইডি কার্ড জব্দ করে থানার মালখানায় রাখা হয়েছে। তারা
দীর্ঘদিন যাবত বিভিন্ন দপ্তরে হুমকি ধমকি দিয়ে টাকা পয়সা আদায় করে
আসছিল। আটককৃতদের মঙ্গলবার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।