Take a fresh look at your lifestyle.

দু-এক পশলা বৃষ্টিতে সেই অসহ্য অবস্থার বদল হয়েছে আবহাওয়ায়

0

নিজস্ব প্রতিবেদক :

রোদ আছে আগের মতোই কড়া মেজাজে। তবে দহন খানিকটা কমেছে মেঘে-বৃষ্টিতে। গত সপ্তাহে যে জ্বালিয়ে মারা গরম পড়েছিল, কালবৈশাখীর ঝাপটা, আর দু-এক পশলা বৃষ্টিতে সেই অসহ্য অবস্থার বদল হয়েছে আবহাওয়ায়।

গতকাল বৃহস্পতিবারও দুপুরের পর থেকে রাজধানীর আকাশ ছেয়ে যায় কালো মেঘে। সন্ধ্যায় কালবৈশাখীর সঙ্গে স্বস্তির বর্ষণও হয়েছিল কিছুক্ষণ। শুধু রাজধানীই নয়, কাল প্রায় সারা দেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি নেমেছে। তাপ কমেছে, বৃষ্টিভেজা হিমেল বাতাসের স্পর্শ স্বস্তি এনেছে জনজীবনে। তবে আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা গতকালের মতো অতটা নেই। অবশ্য তাপমাত্রাও তেমন বাড়বে না।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ সারা দিনের তাপমাত্রা গড়পড়তা গতকালের মতোই থাকবে। কিছুটা কমতে পারে দু-এক স্থানে। তবে রাতের তাপ সামান্য বাড়তে পারে। আজ দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও পাবনার ওপর দিয়ে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে তাপ ছিল মোংলা, খুলনা, পটুয়াখালী, সন্দ্বীপ, ভোলা, খেপুপাড়া, সীতাকুণ্ড—এসব এলাকায়। ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি। কাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের শহর তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। পূর্বাভাসমতে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আছে শিলাবর্ষণ ও বজ্রপাতেরও আশঙ্কা। বজ্রপাতে ইতিমধ্যেই এবার বেশ কিছু প্রাণহানির দুঃখজনক ঘটনা ঘটেছে। তাই ঝড়বৃষ্টিতে সাবধানে চলাফেরা করাই ভালো।

গতকাল সারা দেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোংলায়, ৭৬ মিলিমিটার। এরপর বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ৫৭ মিলিমিটার। এ ছাড়া যেসব এলাকায় বেশ ভালো বর্ষণ হয়েছে, তার মধ্যে মাদারীপুর ৪২, ফরিদপুর ৩২, চাঁদপুর ২৫, সাতক্ষীরায় ২৪ মিলিমিটার। রাজধানীতে বৃষ্টি হয়েছে ৩ মিলিমিটার।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ  জানান, সপ্তাহখানেকের মধ্যে সারা দেশে আবহাওয়ার খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টি এখন যেভাবে হচ্ছে, সেভাবেই দেশের কোথাও না কোথাও হবে। আজ বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ। এটাও প্রায় একই রকম থাকবে সপ্তাহজুড়ে। বাতাস এখন বইছে পশ্চিম-দক্ষিণ দিক থেকে। আজ তার গতিবেগ ৮ থেকে ১২ কিলোমিটার। কালবৈশাখী হলে বাতাসের বেগ বাড়বে। উত্তাপ গড়ে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরেই থাকবে। মে মাসের প্রথম সপ্তাহের পর থেকে এ অবস্থার পরিবর্তন হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.