Take a fresh look at your lifestyle.

নাফ নদী থেকে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা জব্দ

0

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া ন্যাচার পার্ক পয়েন্টে এ অভিযান চালানো হয়েছে।
তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কর্নেল মহিউদ্দীন বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া ন্যাচার পার্ক পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে একটি হস্তচালিত নৌকায় দু’জন লোককে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে নৌকা থেকে লোকগুলো লাফ দিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা এবং ২০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে বলে জানান লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

Leave A Reply

Your email address will not be published.