Take a fresh look at your lifestyle.

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

0

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সীমান্ত এলাকার সুপারি বাগান থেকে প্রায় ৩৩ লক্ষ ৪০ হাজার ৭৫০ টাকা দামের দুটি কষ্টি পাথরের মূর্তি ও তিনটি কষ্টি পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (নীলফামারী বিজিবি-৫৬)।
শনিবার (০৮ এপ্রিল) দিনগত গভীর রাতে নীলফামারি ৫৬ বিজিবি ব্যালিয়নের আওতাধীন পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্ত এলাকা বলরামপুর গ্রামে একটি সুপারি বাগান থেকে মূর্তিসহ পাথর গুলো উদ্ধার করা হয়।
রোববার (০৯ এপ্রিল) রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার বড়শশী বিওপি কমান্ডার নায়েক সুবেদার রহমতুল কবিরসহ বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ৭৭৪ এর দুই নং সাব পিলারের বাংলাদেশের অভ্যন্তরে বলরামপুর গ্রামের ওই সুপারি বাগান ১২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি, ৯ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বুদ্ধ মূর্তি এবং গ্রায় ২৩ কেজি ওজনের তিনটি কষ্টি পাথর উদ্ধার করে। কষ্টি পাথরের মূর্তি ও তিনটি কষ্টি পাথর উদ্ধার করা হলেও পাচারকারি কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিজিবি আরো জানায়, জব্দকৃত মূর্তিসহ কষ্টি পাথরের আনুমানিক সিজারমূল্য ৩৩ লক্ষ ৪০ হাজার ৭৫০ টাকা ধরা হয়েছে। উদ্ধার করা মূর্তি ও পাথরগুলো প্রত্যতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.