Take a fresh look at your lifestyle.

ইভান হত্যা মামলার অন্যতম আসামি শচীন দাশ গ্রেফতার

0

চট্টগ্রাম প্রতিনিধি :

নগরের কোতোয়ালী থানাধিন চেরাগী পাহাড় সংলগ্ন রাজাপুকুর লেইন এলাকায় দুই কিশোর গ্যাং এর মারামারির ঘটনার পরে ছুরিকাঘাতে কলেজছাত্র আসকার বিন তারেক প্রকাশ ইভান নামে একজন খুন হয়, ২০২২ সালের এপ্রিলের ২২ তারিখে সেই হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম আসামি শচীন দাশ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ মার্চ) রাতে নগরের কোতোয়ালী থানার লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শচীন দাশ, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া সর্দ্দার পাড়ার রঞ্জিত দাশের ছেলে। নগরের বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ এলাকায় তার বাসা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, আসকার বিন তারেক প্রকাশ ইভান হত্যা মামলায় গ্রেফতারকৃত শচীন এজাহারভুক্ত ছয় নম্বর আসামি। এই পর্যন্ত মামলার এক থেকে আট নম্বর পর্যন্ত এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী থানার এসআই মোমিনুল হাসান  বলেন, হত্যা কান্ডের সময় শচীনের বাসা ছিল জামালখান এলাকায়। পরবর্তীতে বাসা পরিবর্তন করে রউফাবাদে নতুন বাসায় চলে যায় তার পরিবার। আসামি শচীন দাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং হত্যায় জড়িত অন্য আসামিদের ব্যাপারেও তথ্য দিয়েছে ।
সোমবার (২০ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে শচীন জবানবন্দি দিয়েছে। হত্যায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত বছর ২২ এপ্রিল রাতে নগরের চেরাগী পাহাড় সংলগ্ন রাজাপুকুর লেইনের দয়াময়ী ভবনের সামনে প্রতিপক্ষ গ্যাং এর ছুরিকাঘাতে ইভান (১৮) খুন হন। ছেলেকে হত্যার এ ঘটনায় ইভানের বাবা এস এম তারেক বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।
খুন হওয়া ইভান, নগরের বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাসা ছিল নগরের এনায়েত বাজারে।

Leave A Reply

Your email address will not be published.