খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি)’র উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় ৪৩ বিজিবির জোন কতৃক ৪৮টি হতদরিদ্র অসহায় পরিবারদেরকে নগদ অর্থ সহায়তা ত্রান(খাদ্য)’সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন।
২৭ ফেব্রুয়ারী ২০২৩ সোমবার সকালে সাডে দশটায় ৪৩ বিজিবি”র জোন সদর দপ্তরে জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি’ ও সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ এর উপস্থিতিতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৪৩ বিজিবি”র জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাপাশি রামগড় বিজিবি দেশের আর্থসামাজিক উন্নয়নসহ গরীব দুঃস্থ অসহায় হতদরিদ্র, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষকে চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ প্রদান, শিক্ষিত বেকার যুবক, নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি, প্রশিক্ষণ শেষে কম্পিউটার, সেলাই মেশিনসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকে। তাদের এসব কার্যক্রম রামগড় ৪৩ বিজিপি’র পক্ষ থেকে চলমান থাকবে বলে জানিয়েছেন।
এসময় সম্প্রীতি উন্নয়ন কর্মসূচীর উপহার বিতরণ অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিপি’র পদস্থ কর্মকর্তা, সৈনিক, গোয়েন্দা বিভাগ, ও রামগড়ের স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সেলাই মেশিন ৩ জন, টিন ৫জন, চিকিৎসা ৩জন, আর্থিক সহায়তা ১৫জন, খাদ্য সহায়তা ১৪ জনকে বিতরণ করেন।