Take a fresh look at your lifestyle.

‘সাংবাদিকরা আছেন বলেই নির্যাতিত ব্যক্তিরা বিচার পাচ্ছেন’ : পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ

0

লক্ষীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই নির্যাতিত-অসহায় মানুষ বিচার ও সেবা পাচ্ছেন। আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, আপনারা যে খবর প্রকাশ ও প্রচার করেন, সে খবর এখন দেখার ও শোনার বিষয় নয়। প্রকৃতপক্ষে আপনাদের পরিবেশন করা খবরই দেশের ১৮ কোটি মানুষের আস্থা অর্জন করছে বলে আমি মনে করছি।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এসময় স্থানীয় সংবাদকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.