Take a fresh look at your lifestyle.

শার্শা সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ আটক

0

শার্শা যশোর প্রতিনিধিঃ

ভারতে পাচারের সময় বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ আটক করেছে বিজিবি। কৃষক বেশে বিজিবি সদস্যরা আড়াই কোটি টাকার প্রায় সাড়ে তিন কেজি (৬ পিছ) স্বর্ণ উদ্ধার করেছে কাদার মধ্যে থেকে। বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ভারত পাচার এর সময় স্বর্ণের এ চালানটি উদ্ধার করে ২১ বিজিবি ব্যাটালিয়ন এর সদস্যরা। এসময় পাচার কারী ইছামতি নদী পার হয়ে ভারতে  পালিয়ে যায়। মঙ্গলবার বেলা ১ টার সময় বেনাপোলের দৌলতপুর সীমান্তের ভারতের কলিয়ানি বিএসএফ ক্যাম্পের ৩০০ গজ বিপরীতে বাংলাদেশের মধ্যে থেকে স্বর্ণের এ চালানটি উদ্ধার করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে দৌলতপুর সীমান্তের ইছামতি নদীর পাড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন সন্দেহ ভাজন ব্যাক্তিকে কৃষক বেশে বিজিবি সদস্যরা দাঁড়াতে বললে সে নদী পার হয়ে পালিয়ে যায়। এরপর সেখানে খুজাখুজি করে ৩ কেজি ৩৫৩ গ্রাম স্বর্ণ কাদার মধ্যে থেকে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ২ কোটি ৬২ লাখ টাকা।এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত স্বর্ণ খুলনা ট্রেজারিতে জমা হবে বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.