Take a fresh look at your lifestyle.

তেল ও চিনির আমদানি কারক পরিচয়ে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার ৬

0

চট্টগ্রাম প্রতিনিধি :

আন্তঃজেলা একটি প্রতারক চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের একটি টিম।
অভিযোগের ভিত্তিতে শুক্রবার চালানো অভিযানে আন্তঃজেলা প্রতারক চক্রের মূলহোতা শেখ জাহাঙ্গীর কবির(৪৬) এবং মোহাম্মদ আলী(৫১)সহ ৬(ছয়) জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারের ব্যাপারে উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন জানান, আটককৃত শেখ জাহাঙ্গীর কবির(৪৬) এবং মোহাম্মদ আলী(৫১) প্রতারক চক্রের মূল হোতা। তারা ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেলে অবস্থান করে নিজেদেরকে তেল ও চিনির আমদানীকারক বলে পরিচয় দিয়ে থাকে এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ঐশী ইন্টারন্যাশনাল নাম ব্যবহার করে প্রতারণা করে। পরবর্তীতে তাদের সহযোগীদের মাধ্যমে ক্রেতাদের কাছে তেল ও চিনি বিক্রির কথা বলে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট হতে লাখ লাখ টাকা অগ্রিম হিসাবে নিয়ে পরে প্রতারনা করে সেই টাকা আত্মসাৎ করে এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও হদিস পাওয়া যায় না।
উপ কমিশনার (ডিবি) মোহাম্মদ আলী হোসেন আরো বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এই ধরনের প্রতারনার কাজ চালিয়ে আসলেও তারা প্রতারনার পর গা ঢাকা দেওয়ায় তাদেরকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না।
প্রতারক চক্রের মূলহোতা শেখ জাহাঙ্গীর কবির(৪৬) এবং মোহাম্মদ আলী(৫১)দের অন্য সহযোগীরা হলো, মোঃ ওয়াসিম আহমেদ(৩৭), মোঃ নাজমুল হুদা খান প্রকাশ নাজমুল(৪৬), মোঃ রাজিবুল হক প্রকাশ বাবু(৩৮) এবং মোঃ শাহজালাল(৫৩)।
চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে একটানা ৩৬ ঘন্টা অভিযান পরিচালনা করে আটক করা হয়। তাদের আটক করার পর সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে প্রতারণার শিকার ব্যক্তিদের ব্যাপারে সংবাদ পাওয়া যাচ্ছে বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.