চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন হাজারী গলির একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Related Posts
উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি স্বর্ণালঙ্কার । গ্রেপ্তার হওয়া মো. আমির হোসেন (৩৮) চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নগরীর চান্দগাঁওয়ের ওয়াসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, কোতোয়ালী থানাধীন হাজারী লেইন হাজারী মার্কেটস্থ ১৫৪/১৬০ মেসার্স উদয়ন জুয়েলার্স নামক দোকানের লকার থেকে ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি ওজনের স্বর্ণালংকার চুরি হওয়ার পর সেই দোকানের মালিক শিবপদ ধর থানায় মামলা দায়ের করার পর উক্ত মামলার তদন্তভার এসআই মোঃ মোমিনুল হাসান এর উপর অর্পণ করা হয় তারপর তিনি কোতোয়ালীর কয়েকজন অফিসার সহ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার ওয়াসা রোডের মোহরা এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির হোসেন চুরির কথা স্বীকার করেছে এবং তার দেওয়া তথ্যমতে, তার ঘর সংলগ্ন শাহ আমানত হোটেল এন্ড ঝাল বিতানের ভিতর লুকিয়ে রাখা ক্যাশবাক্সের ভিতর হতে চোরাইকৃত ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি জাহিদুল কবির।