Take a fresh look at your lifestyle.

চট্টগ্রাম মেডিকেলের সামনে ফার্মেসীতে জেলা প্রশাসনের অভিযান

0

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফার্মেসী গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
রবিবার ১৮ ডিসেম্বর জেলা প্রশাসন চট্টগ্রাম এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়, এসময় সাথে ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর এর তত্ত্বাবধায়ক মোঃ শাখাওয়াত হোসেন আকন্দ।
এই অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন বিদেশী ঔষধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ানস স্যাম্পল লেখা ঔষধ জব্দ করা হয়।
সতর্কতামূলক ভাবে রাইসা মেডিকেল হল, একুশে ড্রাগ হাউজ, জমজম ফার্মেসী, বি কে ফার্মেসী, জনতা ড্রাগ হাউজ, সাহান মেডিকো নামক ৬ টি ফার্মেসীতে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল জনসমক্ষে ধ্বংস করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন ” আমি নতুন যোগদান করার পর বিভিন্ন বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। ভেজাল, অনুমোদনহীন এবং মেয়াদোত্তীর্ণ  ঔষধ, প্রশাধনী, শিশুখাদ্য সহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে প্রয়োজনে ভবিষ্যতে আরো বড় অভিযান চালানো হবে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক।

Leave A Reply

Your email address will not be published.