Take a fresh look at your lifestyle.

চীন ও রাশিয়াকে বিচ্ছিন্ন করে রাখা একটি বহুমুখী বিশ্বের জন্য হুমকিস্বরূপ : জার্মান চ্যান্সেলর

0

ডেইলি পুলিশিং নিউজ ডেস্ক :

পশ্চিমাদের সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। তিনি বিশ্বকে ব্লকে বিভক্ত করে নতুন শীতল যুদ্ধের সৃষ্টি এড়াতে পশ্চিমাদের সতর্ক বার্তা দিয়েছেন। আজ সোমবার গার্ডিয়ানের এক সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনের জন্য একটি মতামত লিখেছেন এই জার্মান চ্যান্সেলর। সেটি আজ প্রকাশিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এতে ওলাফ শলৎস নতুন অংশীদারত্ব গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

জার্মান চ্যান্সেলর লিখেছেন, চীন ও রাশিয়াকে বিচ্ছিন্ন করে রাখা একটি বহুমুখী বিশ্বের জন্য হুমকিস্বরূপ। শক্তিশালী ইউরোপ ও ট্রান্স-আটলান্টিক ঐক্য টিকে থাকতে হবে।

এ ছাড়া তিনি বলেছেন, পশ্চিমাদের অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দাঁড়াতে হবে এবং উন্মুক্ত সমাজ রক্ষা করতে হবে। একইসঙ্গে বিশ্বকে আবারও ব্লকে বিভক্ত করার প্ররোচনা এড়াতে হবে।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে রাশিয়ার ওপর একের পর এক নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব।

 

Leave A Reply

Your email address will not be published.