ডেইলি পুলিশিং নিউজ ডেক্স :
সিলেটের বিয়ানীবাজারে পরিত্যক্ত ১ নম্বর কূপ থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ফলে প্রতিদিন এই কূপ থেকে জাতীয় গ্রিড সঞ্চালন লাইনে যুক্ত হবে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রীড লাইনে যুক্ত করা হয় এই কূপ থেকে নতুনভাবে উত্তোলিত গ্যাস।
গত সেপ্টেম্বরে বিয়ানীবাজারে পরিত্যক্ত অবস্থায় থাকা ১ নম্বর কূপ খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।