Take a fresh look at your lifestyle.

গ্যাসের সুখবর, পরিত্যক্ত কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

0

ডেইলি পুলিশিং নিউজ ডেক্স :

সিলেটের বিয়ানীবাজারে পরিত্যক্ত ১ নম্বর কূপ থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ফলে প্রতিদিন এই কূপ থেকে জাতীয় গ্রিড সঞ্চালন লাইনে যুক্ত হবে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রীড লাইনে যুক্ত করা হয় এই কূপ থেকে নতুনভাবে উত্তোলিত গ্যাস।

সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে মিলবে ১৪০ ব্যারেল কনডেনসেট। আগামী ১০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস উত্তোলন করা যাবে ।

গত সেপ্টেম্বরে বিয়ানীবাজারে পরিত্যক্ত অবস্থায় থাকা ১ নম্বর কূপ খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

১৯৯৯ সালে এই কুপটি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়ে ২০১৭ সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত ১০ নভেম্বর মাত্র ৫৫ কোটি টাকা ব্যয়ে ৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া কূপটি ওয়ার্ক ওভারের কাজ শেষ করে সিলেট গ্যাসফিল্ড লি.।

Leave A Reply

Your email address will not be published.