খাগড়াছড়ি প্রতিনিধি :
বাংলাদেশের অনগ্রসর জাতিগোষ্ঠীগুলোর অন্যতম সম্প্রদায় ত্রিপুরা জনগোষ্ঠীর সামাজিক সংগঠন বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি হীরেন্দ্র কুমার ত্রিপুরা (হিরেন), সাধারণ সম্পাদক রূপক ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা।
শনিবার ২৬ নভেম্বর খাগড়াছড়ি সদরের শান্তিনগরস্থ বানৌক গেস্টহাউসে এ কেন্দ্রীয় কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্বারী এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা। এসময় তিনি বলেন, “কোন সংগঠনের সমালোচনা করে নয়, বরং ভালো দিকগুলো অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। লক্ষ্য হবে শুধু জাতির কল্যাণ।”
তনয় ত্রিপুরার সঞ্চালনায় এবং হীরেন্দ্র কুমার ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কার্বারী এসোসিয়েশনের নেতা কল্প রঞ্জন ত্রিপুরা, বিশিষ্ট সমাজ সেবক পরেন্দ্র লাল ত্রিপুরা, সত্যেন্দ্র রোয়াজা, যুবনেতা রুবেল ত্রিপুরা, পরেশ ত্রিপুরা প্রমুখ। উল্লেখ্য, গত ৬ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ তারিখে এই সামাজিক সংগঠনটির আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে আত্মপ্রকাশ হয়েছিল।