Take a fresh look at your lifestyle.

বন্দর থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ জন গ্রেপ্তার

0

চট্টগ্রাম প্রতিনিধি  :

কৌশলে মোটরসাইকেল চুরির ঘটনার পর ২৪ ঘন্টার মধ্যে চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানায়, গত ২২ নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত দশটা হতে ২৩ নভেম্বর বুধবার সকালের মধ্যে যে কোন একটা সময় চোর চক্রের সদস্যরা মোটরসাইকেল চুরি করে নিয়ে। তারপর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়াটিভ নামে একটি এনজিও এর ম্যানেজার বাদী হয়ে মামলা দায়ের করলে বন্দর থানায় মামলার রুজু করার পর মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্র গ্রেপ্তারে নামে বন্দর থানা পুলিশের একটি টিম। তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধানের এক পর্যায়ে জানতে পারে চোরাই মোটরসাইকেল সহ চোরেরা চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদ পাওয়ার পর চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় পৌরসভার গাছবাড়িয়া ফিলিং স্টেশন এর সামনে কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের উপর হতে বৃহস্পতিবার ভোর চারটা বিশ মিনিটের দিকে মোটরসাইকেল চোর এনামুল হক ডালিম, হিজবুল করিম এবং মোহাম্মদ জসিম উদ্দিনদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৌশলে মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্য আরেকটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের জন্য কক্সবাজার জেলার চকরিয়া থানা বেহুলা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং আরো মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে বন্দর থানা পুলিশের টিম অভিযান অব্যাহত রেখেছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের ও মোটরসাইকেল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.