চট্টগ্রাম প্রতিনিধি:
দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সামান্য বিষয় নিয়ে বিবাদের জেরে অতি সম্প্রতি কোতোয়ালী থানাধীন চেরাগী গলিতে সংঘটিত আসকার বিন তারেক প্রকাশ ইভান হত্যা মামলায় জড়িত ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সজীব নাথ (১৯), সৌভিক পাল (২০), মোঃ শাখাওয়াত হোসেন (২০)।
বৃহস্পতিবার রাত আটটার কিছু সময় আগে চেরাগী পাহাড় ও তার আশপাশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সজীব নাথ এর দেখানো মতে কোতোয়ালী থানাধীন জামালখান বাই লেইন শরীফ কলোনীস্থ শরীফ বিল্ডিংয়ের পশ্চিম পাশে নালার ভিতর হতে হত্যাকান্ডে ব্যবহৃত টিপ ছোরাটি উদ্ধার করা হয়।
Related Posts
গ্রেপ্তারকৃত আসামীদের ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই পর্যন্ত চঞ্চল্যকর সেই কিশোর ইভান হত্যাকাণ্ডে জড়িত মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।