Take a fresh look at your lifestyle.

রমজানে ‘সবার স্বার্থে’ বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের ‘সংযমী ও মিতব্যয়ী’ হওয়ার আহ্বান জানালেন:প্রতিমন্ত্রী নসরুল হামিদ

0

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিমন্ত্রী লেখেন: ‘রোজা, গ্রীষ্ম এবং সেচ মৌসুম সব মিলিয়ে বিদ্যুতের চাহিদা প্রচণ্ড বেশি। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার পর সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করছে।’

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সম্মানিত গ্রাহকবৃন্দ, সবার স্বার্থে বিদ্যুৎ ব্যবহারে আপনার সংযম ও মিতব্যয়ী আচরণ প্রত্যাশা করছি।’
ফেসবুক পোস্টে রমজান মাসে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনাও যুক্ত করেন প্রতিমন্ত্রী।
নির্দেশনায় বলা হয়, ‘সরকার সকল বিদ্যুৎ গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বছর রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময় হওয়ায় বিদ্যুতের চাহিদা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।’
বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারে গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিভাগের নির্দেশনার মধ্যে রয়েছে বিদ্যুৎসাশ্রয়ী সরঞ্জামের ব্যবহার, দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখা ও সূর্যের আলোর ব্যবহার, ইফতার-তারাবির সময় মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি)-র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখা, সুপার মার্কেট, পেট্রোল পাম্প ও সিএনজি গ্যাস স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করা; দোকানপাট, শপিংমল, বিপণিবিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতির ব্যবহার পরিহার; পিক আওয়ারে বৈদ্যুতিক বিলবোর্ড, রি-রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও  ইস্তিরির ব্যবহার বন্ধ রাখা; ইজিবাইক-অটোরিকশা অবৈধভাবে চার্জিং থেকে বিরত থাকা, অফপিক সময়ে রাত ১১টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত সেচ পাম্প চালানো, সিএনজি পাম্প বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা।
এ ছাড়া কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে ‘ধৈর্যসহকারে কর্তৃপক্ষকে সহযোগিতা’ করতে বলা হয় নির্দেশনায়।

Leave A Reply

Your email address will not be published.