Take a fresh look at your lifestyle.

ডিএমপিতে যোগদানকৃত সহকারী পুলিশ কমিশনারদের ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-তে সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ কমিশনারদের ডিএমপির বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে  সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে ৫ দিন ব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মসূচীর আয়োজন করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)-এর নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে নবীন কর্মকর্তাদের জন্য এ কর্মসূচির আয়োজন।

এ ওরিয়েন্টেশন কর্মসূচির আওতায় ডিএমপির ১২টি বিভাগ পরিদর্শনের অংশ হিসেবে মিডিয়া এন্ড পিআর বিভাগের  বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদানের জন্য ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের আয়োজনে এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট, ২০২১ বিকাল ৪টায় মিডিয়া সেন্টারের হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে ৩৭ তম বিসিএস (পুলিশ) এর ৮ জন সহকারী পুলিশ কমিশনার অংশগ্রহণ করেন।

সহকারী পুলিশ কমিশনারদের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগের ৫টি শাখার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে ব্রিফিং করেন মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব।

এ কর্মসূচিতে যোগদানকৃত সকল সহকারী পুলিশ কমিশনারকে স্বাগত জানিয়ে মিডিয়া এন্ড পিআর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন বলেন, ডিএমপি বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট। এ বড় ইউনিটের একটি বিভাগ হলো মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অর্জন, সাফল্যসহ নানা কার্যক্রম গণমাধ্যমের মধ্য দিয়ে জনগণের সামনে তুলে ধরতে এ বিভাগ নিরলস কাজ করে।

তিনি আরও বলেন, ডিএমপির মুখপাত্র হিসেবে এই মহানগরীর জনগণের জানার অধিকার বাস্তবায়নে সদা মিডিয়ার সাথে পেশাগত সম্পর্ক বজায় রেখে কাজ করছে এই বিভাগ।

চাকুরী জীবনের শেষ দিনটিও  যেন এদেশের মানুষের কল্যাণে ব্যয়িত হয় সেই শুভ কামনা জানিয়ে তিনি গণমাধ্যম ও পুলিশের সম্পর্ক নিয়ে নতুন কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

এসময় মিডিয়ার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, পিপিএম-সেবা উপস্থিত থেকে এ কোর্সে অংশগ্রহণকৃত সহকারী পুলিশ কমিশনারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.