রাজধানীর ভাটারার এই বাসায় ভাড়া থাকতেন দিনমজুর জোবায়দা খাতুন ও আবুল কাশেম দম্পতি। কিছুদিন হল এই বাসাটিতে উঠেছিলেন তারা।
শুক্রবার দাম্পত্য কলহের জেরে মাথায় কুড়াল দিয়ে আঘাত করে স্ত্রী জোবায়দাকে হত্যা করে কাশেম। পরকিয়ার কারণে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে অভিযুক্ত কাশেম।
বৃহস্পতিবার নর্দায় নিজ ভাতিজির হাতে নৃশংসভাবে প্রাণ হারান নিকিতা নামের এক নারী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে প্রথমে ভারি জিনিস দিয়ে আঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে বঠি দিয়ে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত জেসমিন।
পুলিশ বলছে, সাম্প্রতি রাজধানীতে নিম্নবিত্তদের মধ্যে মানসিক হতাশা বিরাজ করছে, যার ফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটছে হত্যা ও আত্মহত্যার মত ঘটনা।
সমাজে প্রতিনিয়ত এমন ঘটনায় অনেকটাই উদ্বিগ্ন আইনশৃংখলা বাহিনী।