Take a fresh look at your lifestyle.

রাজধানীতে কাটা দেহ, হাত-পায়ের পর এবার পাওয়া গেল মাথা

0

রাজধানীর মহাখালীর আমতলী ও বাস টার্মিনাল থেকে মৃতদেহের বিচ্ছিন্ন অংশ উদ্ধারের পর এবার গুলশান লেক থেকে মরদেহের কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) বেলা ৩টার দিকে বনানী থানা পুলিশ মাথাটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মাথাটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, খবর পেয়ে গুলশান লেকের সংযোগ সেতুর পাশ থেকে মাথাটি উদ্ধার করা হয়। গতরাতে মহাখালীর আমতলী ও বাস টার্মিনাল থেকে উদ্ধার হওয়া বিচ্ছিন্ন মৃতদেহেরই মাথা এটি।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তবে তদন্ত কাজের জন্য তার পরিচয় এখনই জানানো যাবে না। এ বিষয়ে পরে জানানো হবে।

এর আগে, রোববার (২৯ মে) রাত ৯টার দিকে বনানী থানা পুলিশ মহাখালীর আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দি অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তবে মৃতদেহের দুই হাত, দুই পা ও মাথা বিচ্ছিন্ন ছিল।

পরে ওইদিনই রাত পৌনে ১টার দিকে টার্মিনালের ভেতরে এনা বাস কাউন্টারের সামনে থেকে একটি ব্যাগভর্তি দুই হাত ও দুই পা পাওয়া যায়।

Leave A Reply

Your email address will not be published.