শুক্রবার (৭ মে) বিকালে স্বাস্থ্যবিধি পরিপালন ও মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ এর নেতৃত্বে খিলগাঁওয়ের তালতলা এলাকার সিটি কর্পোরেশন সুপার মার্কেট ও আশপাশ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ১৫ জনকে ৮,৬০০ টাকা জরিমানা করা হয়।
আজ শুক্রবার (৭ মে, ২০২১) বিকাল ৪.১৫ টা হতে বিকাল ৫.৩০ টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।