রাজধানীর তুরাগ থানা এলাকার একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ জাকির মোল্লা (২৫) ও মোঃ রুবেল শেখ (২৭)। ২৩ মার্চ ২০২১ (মঙ্গলবার) ১৪.৫৫ টায় সাভার গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম। গ্রেফতারের সময় তাদের নিকট হতে চোরাই দুইটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা সক্রিয় চোর চক্রের সদস্য উল্লেখ করে গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে বলেন, তুরাগ থানার কামারপাড়া এলাকার পুরাতন বাজারের আরিয়ান ইলেক্ট্রনিক্সের দোকানে চুরির ঘটনায় গত ০৭ জানুয়ারি ২০২১ তারিখ মামলা হয়। পরবর্তী সময়ে মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ থেকে চোরদের সনাক্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সাভার গেন্ডা এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ আজ (২৪ মার্চ,২০২১) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।