Take a fresh look at your lifestyle.

সাঈদীর মামলার অন্যতম সাক্ষী আব্দুল হালিম খলিফা মারা গেছেন

0

মানবতাবিরোধী মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অন্যতম সাক্ষী আব্দুল হালিম খলিফা ওরফে বাবুল (৫৫) মারা গেছেন। শুক্রবার (১৫ মে) ভোরে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বৌডুবি গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে বাবুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আজ ভোররাতে তিনি মারা গেছেন। সকালে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বৌডুবি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে। এছাড়া তিনি স্থানীয় রাজলক্ষী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে পুলিশী নিরাপত্তায় রয়েছে পিরোজপুরে সাঈদীর বিরুদ্ধে মামলার সকল সাক্ষী।

Leave A Reply

Your email address will not be published.